চিঠিপত্র

ইটভাটা

মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের ৯৯ শতাংশ লোক কৃষিজীবী। অত্যন্ত দুঃখের বিষয়, গ্রামটির ঠিক মাঝখানে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে বিশাল এক ইটভাটায় ছয়-সাত বছর ধরে ইট পোড়ানো হচ্ছে, যা একেবারেই অবৈধ। কারণ, স্কুল-কলেজের পাশে বা আবাসিক এলাকায় ইটভাটা করার নিয়ম নেই। ইটভাটার ধোঁয়ার কারণে সারা বছরই ছোট ছেলেমেয়েদের সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি নানা রোগ লেগেই থাকে। এ ছাড়া গ্রামের পশ্চিম দিকে রয়েছে আরেকটি ইটভাটা। এই দুই ইটভাটার বিরূপ প্রভাবে গ্রামের কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান শুকিয়ে চিটা হয়ে যায়; নারকেল, সুপারি, আম, জাম, পেয়ারা, কলা ও সবজি শুকিয়ে ঝরে পড়ে যায়।

গ্রামের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি থাকে। তা ছাড়া এই ইটভাটা দুটিতে ব্যাপকভাবে কাঠ পোড়ানোর কারণে এই অঞ্চলে গাছ কাটা হচ্ছে। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ইট বহনকারী একধরনের লরি সারাক্ষণই গ্রামের পথ দাপিয়ে বেড়ায়, ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে গ্রামে বসবাস করাই দায় হয়ে উঠবে। পরিবেশ বিপন্ন হয়ে যাবে। এখনই এটা বন্ধ করতে হবে।

মশারফ ঢালী, মাদারীপুর।