Thank you for trying Sticky AMP!!

এই সময়ে টাঙ্গুয়ার হাওড়ের অন্য রূপ

হাওরের রূপ–সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জকে বলা ‘হাওরকন্যা’। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এটি। অপার সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর স্বচ্ছ জলের স্বর্গরাজ্য! সুনামগঞ্জের তাহিরপুর ও ধরমপাশা উপজেলায় অপরূপ এই হাওরের অবস্থান। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরের এই হাওর এখন পর্যটকদের কাছে ঘুরে বেড়ানোর স্থান হিসেবে প্রথম পছন্দ। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝরনার পানির ঠাঁই হয় টাঙ্গুয়ায়। বর্ষার শুরুতে হাওর রূপ নেয় সমুদ্রে। মেঘালয় পাহাড় আর হাওরের পানি নীলাভ ছড়ায় সেখানে। ছবিগুলো সম্প্রতি তুলেছেন ফটোসাংবাদিক আনিস মাহমুদ।

টাঙ্গুয়ার বুকে হিজল, করচসহ বিভিন্ন গাছ। রয়েছে বসতবাড়ি।
টাঙ্গুয়ার হাওরে পর্যটকের নৌকা।
স্পিডবোটে পর্যটকেরা।
হাওরপারের কিশোরেরা টাঙ্গুয়ার বুকে নৌকা চালাচ্ছে।
টাঙ্গুয়া দর্শনে পর্যটকবাহী নৌকা
ওয়াচ টাওয়ার ঘিরে পর্যটকদের ভিড়
ছোট নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা
ছোট নৌকা নিয়ে হাওরের মধ্যে পানিতে নেমেছেন পর্যটকেরা
ছোট নৌকা নিয়ে টাঙ্গুয়ায় পর্যটক নির্ভর মানুষ
ভ্রাম্যমাণ চায়ের দোকান
টাঙ্গুয়ার জলে চলছে নৌকা
দিগন্তবিস্মৃত জলরাশি
হিজল-করচসহ বিভিন্ন প্রজাতির গাছ আছে টাঙ্গুয়ার বুকে
হাওরের মধ্যে বসতবাড়ি
বাহারি সব নৌকা পাওয়া যায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণে