দানিশ সিদ্দিকি: ‘সাধারণ মানুষের’ আলোকচিত্রী

রাজনীতি, খেলা বা বাণিজ্য—যেখানে খবর, সেখানেই ক্যামেরা হাতে ছুটে গিয়েছেন ভারতে রয়টার্সের প্রধান আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। খবর তৈরির মুহূর্তে মানুষের মুখচ্ছবি খুঁজে নিয়েছে তাঁর ক্যামেরার লেন্স। মিয়ানমারে নির্মমতার শিকার রোহিঙ্গাদের ছবি তুলে ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত, সেই সময় গণশেষকৃত্যের ছবি তুলে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। আফগানিস্তানে তালেবানের একের পর এক এলাকা দখলে আবার যখন আলোচনার কেন্দ্রে প্রতিবেশী দেশটি, সেখানে ছবি তুলতে গেলেন তিনি। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবান ও আফগান সেনাদের সংঘর্ষের মধ্যে নিহত হন এই আলোকচিত্র সাংবাদিক।

মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর নৌকায় করে বাংলাদেশে আসেন এই রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপে সৈকতে হাত রেখে বসে পড়া এই রোহিঙ্গা নারীর ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।
মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর নৌকায় করে বাংলাদেশে আসেন এই রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপে সৈকতে হাত রেখে বসে পড়া এই রোহিঙ্গা নারীর ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।
গত ২৩ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে করোনায় মৃত ব্যক্তিদের দাহ করার এই ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি। এ ছবির জন্যও প্রশংসিত হয়েছিলেন তিনি।
ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকার মধ্যে গত এপ্রিলে হরিদ্বারে কুম্ভমেলায় অংশ নেন কয়েক লাখ হিন্দুধর্মাবলম্বী। পরে গঙ্গার তীরে ওই জনসমাগমকে ভারতে ব্যাপকভাবে করোনা ছড়ানোর ক্ষেত্রে দায়ী করা হয়। ১২ এপ্রিল কুম্ভমেলার এই চিত্র উঠে আসে দানিশ সিদ্দিকির ক্যামেরায়।
ভারতের মুম্বাইয়ে আরব সাগরের সৈকতে একঝাঁক গাংচিলকে খাবার দিচ্ছেন এক ব্যক্তি। দানিশ সিদ্দিকি এই ছবি তুলেছিলেন ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি।
মুম্বাইয়ে আরব সাগরের পানিতে নেমে ছট পূজায় সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা করছেন একজন হিন্দুধর্মাবলম্বী। ২০১৬ সালের ৬ নভেম্বর ছবিটি তোলেন দানিশ সিদ্দিকি।
২০১৮ সালের ৮ জানুয়ারি মুম্বাইয়ে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের এই ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।
নিজে পোষা কুকুরকে কাঁধে নিয়ে মুম্বাইয়ের পথে বাইসাইকেলে এই তরুণের ছবি ২০১৩ সালের ৯ জুলাইয়ের।
নয়াদিল্লিতে যমুনার দূষিত পানিতে ধর্মীয় আচার পালনের পর গায়ে কাপড় জড়িয়ে নিচ্ছেন একজন হিন্দু উপাসক। ২০১০ সালের ২১ মার্চের ছবি।
কান্দাহারে পাকিস্তান সীমান্তে তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষের মধ্যে নিহত আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। চেন্নাই প্রেসক্লাব, ভারত, ১৬ জুলাই ২০২১ ছবি: এএফপি