নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগে গতকাল বৃহস্পতিবার রাতে। শুক্রবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দুপুর পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। কারখানাটির ভেতরে রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। এদিকে কারখানায় কর্মরত শ্রমিকদের সন্ধান পেতে বাইরে ভিড় করছেন স্বজনেরা।

শুক্রবার দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি কারখানার আগুন
ছবি: শুভ্র কান্তি দাশ
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
কারখানা এলাকায় শ্রমিকদের স্বজনদের ভিড়
নিখোঁজ শ্রমিককে খুঁজতে আসা স্বজনের আহাজারি
কারখানার ভেতরে পুড়ে ছাই হয়ে গেছে সব
কারখানার কম্পাউন্ড থেকে বের হচ্ছে পানি মিশ্রিত কেমিক্যাল
নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন
নিখোঁজ মা সুমাইয়া আক্তারের ছবি হাতে দাঁড়িয়ে মেয়ে অমৃতা আক্তার
আগুন নিয়ন্ত্রণে কাজে ব্যস্ত এক ফায়ার সার্ভিসের কর্মী
পানি ফুরিয়ে গেছে। তাই কারখানার আশপাশ থেকে পানি সংগ্রহ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা