আগুন মোকাবিলার মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শুক্রবার সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিভিন্ন দুর্ঘটনায় আগুন নেভানো, প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া ও উদ্ধারকাজের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। এ বছর দুর্যোগ প্রস্তুতি দিবসের স্লোগান ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’।

স্কুল প্রাঙ্গণে প্রতীকী ঘরের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: প্রথম আলো
আগুন নেভানোর মহড়ায় অংশ নেন স্থানীয় মানুষেরা। ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চবিদ্যালয় মাঠ, সোনাগাজী, ফেনী
গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল শেখাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, শেরপুর
আগুনের ভেতর থেকে কীভাবে মানুষকে উদ্ধার করা হয়, তা দেখাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। সরকার ইয়াসিন কলেজ চত্বর, টেপা খোলা, ফরিদপুর
ভবনের ছাদ থেকে উদ্ধারের মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা। রংপুর জিলা স্কুল মাঠ
মহড়ায় উদ্ধারের পর একজনকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রংপুর জিলা স্কুল মাঠ