Thank you for trying Sticky AMP!!

আমাদের শীতলপাটি

রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শীতলপাটির বিশেষ প্রদর্শনী চলছে। সাম্প্রতিক ছবি। ছবি: আবদুস সালাম
শীতলপাটি নামের মধ্যেই রয়েছে এর গুণ। এই পাটির বৈশিষ্ট্য হচ্ছে গরমে ঠান্ডা অনুভূত হয়। ছবি: আবদুস সালাম
শীতলতার পাশাপাশি নানান নকশা, রং ও বুননকৌশল মুগ্ধ করে সবাইকে। ছবি: আবদুস সালাম
প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ার কারণে স্বাস্থ্যসম্মত এই পাটি। ছবি: আবদুস সালাম
শীতলপাটি প্রদর্শনের পাশাপাশি কীভাবে পাটি বানানো হয়, তা-ও দেখানো হচ্ছে। ছবি: আবদুস সালাম
শীতলপাটি সিকি, আধুলি, টাকা, নয়নতারা, আসমান তারা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। ছবি: আবদুস সালাম
দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন, দেখছেন, ছবি তুলছেন। ছবি: আবদুস সালাম
গত ৬ ডিসেম্বর শীতলপাটিকে ‘কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ছবি: আবদুস সালাম
শীতলপাটির বুননকৌশল ও নকশা যে কাউকে মুগ্ধ করে। ছবি: আবদুস সালাম
৫ ডিসেম্বর থেকে প্রদর্শনী শুরু হয়েছে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ছবি: আবদুস সালাম