চলো বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভকামনায় প্রথম আলো-গ্রামীণফোনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান ইভেন্ট ‘চলো বাংলাদেশ’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢুকতেই ক্রিকেট তারকা তামিম ইকবালের ছবি নিয়ে তৈরি বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ছবি তোলেন অনেকেই। ছবি: জাহিদুল করিম
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভকামনায় প্রথম আলো-গ্রামীণফোনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান ইভেন্ট ‘চলো বাংলাদেশ’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢুকতেই ক্রিকেট তারকা তামিম ইকবালের ছবি নিয়ে তৈরি বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ছবি তোলেন অনেকেই। ছবি: জাহিদুল করিম
অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায়। তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই দর্শকদের বিশাল লাইন ছাড়িয়ে যায় স্টেডিয়ামের চারপাশে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করলেও আনন্দ-উচ্ছ্বাসে কমতি নেই। ছবি: জাহিদুল করিম
স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে আনন্দে মেতেছেন দর্শকেরা। ছবি: জাহিদুল করিম
মনোজ্ঞ নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। ছবি: জাহিদুল করিম
বেলা সাড়ে চারটায় দেশের গান নিয়ে মঞ্চে আসেন সৈয়দ আব্দুল হাদী ও আবিদা সুলতানা। তাঁদের গানে লাল-সবুজ পতাকা হাতে মঞ্চে নৃত্য পরিবেশিত হয়। ছবি: জাহিদুল করিম
গান গেয়ে শোনান পার্থ বড়ুয়া ও আইয়ুব বাচ্চু। ছবি: জাহিদুল করিম
নাচের বিশেষ মুহূর্ত। ছবি: জাহিদুল করিম
গানে গানে শিল্পী আইয়ুব বাচ্চু। ছবি: জাহিদুল করিম
পৃথিবীর বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এমন তারকারা আসেন মঞ্চে। তাঁদের মধ্যে ছিলেন টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, এভারেস্টজয়ী এম এ মুহিত, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, ফুটবলার বিপ্লব ভট্টাচার্য, শ্যুটার আসিফ হোসেন খান ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ছবি: জাহিদুল করিম
বাংলাদেশের জার্সি গায়ে নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকারা, যাঁদের হাত ধরে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এঁদের মধ্যে ছিলেন ফারুক আহমেদ, আতহার আলী খান, আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ ও জাভেদ ওমর। ছবি: জাহিদুল করিম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিভাবকদের প্রথম আলো ও গ্রামীণফোনের পক্ষ থেকে সম্মান জানানো হয়। ছবি: জাহিদুল করিম
দর্শকেরা দাঁড়িয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অভিভাবকদের সম্মান জানান। ছবি: জাহিদুল করিম
নৃত্য ও গানে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। ছবি: জাহিদুল করিম
নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
নৃত্যশিল্পীদের নানান শৈলী। ছবি: জাহিদুল করিম
বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলার উপকরণ নিয়ে নেচেছেন শিল্পীরা। ছবি: জাহিদুল করিম
বাংলার বাঘের সাজে জাতীয় পতাকা হাতে টাইগার শোয়েবের হুংকার। ছবি: জাহিদুল করিম
অনুষ্ঠানে শেষ পর্যায়ে মঞ্চ ছিল এমন বর্ণিল আর আলো ঝলমলে। ছবি: জাহিদুল করিম