পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই সেতুর দুই পাড়ে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ে। এর আগে জনতা বাদ্যযন্ত্রসহ উপস্থিত হয় সেতুতে। সেখানে দল বেঁধে আনন্দ–উল্লাসে মেতে ওঠে তারা। কেউবা মুহূর্তটি সেলফিতে ধারণ করে, কেউবা আনন্দে হেঁটেই সেতু পাড়ি দেয়। বিভিন্ন ধরনের যানবাহন ছুটে চলে গন্তব্যে।
