Thank you for trying Sticky AMP!!

বাসে যাত্রী ওঠানোর সময় স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। ফার্মগেট, ঢাকা

বাস চালুর প্রথম দিন

করোনার সংক্রমণ রোধে নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। সেই মোতাবেক গত ২২ দিন গণপরিবহন চলাচল বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে শুধু জেলার মধ্যে চলাচলের অনুমতি দিয়ে গণপরিবহনের চলাচল শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রথম দিনেই দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকায় বাসসহ নানা গণপরিবহনে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। নিশ্চিত করা যাচ্ছে না নিরাপদ সামাজিক দূরত্বসহ বিভিন্ন নিয়ম। বৃহস্পতিবারে দেশের বিভিন্ন অঞ্চলের চিত্র

গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের ডাকছেন পরিবহনশ্রমিকেরা। কুমারগাঁও বাসস্ট্যান্ড, সিলেট
বাসের ভেতরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মিরপুর রোড, ঢাকা
বাসে যাত্রী ওঠানোর সময় স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। ফার্মগেট, ঢাকা
গণপরিবহন চলাচল শুরুর দিনেই যানজট। আন্দরকিল্লা মোড়, চট্টগ্রাম নগর
মুখে মাস্ক ছাড়াই যাত্রীদের ডাকাডাকি করছেন বাসচালকের এক সহকারী। রুপাতলি বাসস্ট্যান্ড, বরিশাল
ঈদের কেনাকাটায় মানুষের ভিড় মার্কেট এলাকায়। গণপরিবহনের আধিক্য সড়কে তৈরি করেছে যানজট, বালাই নেই স্বাস্থ্যবিধির। নিউমার্কেট এলাকা, ঢাকা