মেট্রোরেলের ভেতরের চিত্র

দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে কয়েকবার মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। প্রায় শেষের দিকে একটি স্টেশন নির্মাণের কাজ। উত্তরা নর্থ স্টেশন ও মেট্রোরেলের এক্সিবিশন সেন্টার ঘুরে মোটামুটি একটা ধারণা করা যায় এই প্রকল্প এবং এর যাত্রীসেবা সম্পর্কে।

মেট্রোরেল উত্তরা নর্থ স্টেশনের সিঁড়ি
মেট্রোরেল উত্তরা নর্থ স্টেশনের সিঁড়ি
মেট্রোরেলের টিকিট বিক্রির যন্ত্র
স্টেশনে প্রবেশের পথ। যন্ত্রে টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে
স্টেশনের দোতলার বারান্দা
মেট্রোরেলের একটি প্ল্যাটফর্ম। এখান থেকে মেট্রোরেলে উঠবেন যাত্রীরা
প্ল্যাটফর্মে এসে পৌঁছায় মেট্রোরেল
প্ল্যাটফর্মে মেট্রোরেলের কোচে চলছে নানা পর্যবেক্ষণ
মেট্রোরেলের ককপিটটি হবে এমন
মেট্রোরেলের বগিতে বসে এবং দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা এ রকম
প্ল্যাটফর্মে প্রবেশ করছে মেট্রোরেল
মেট্রোরেলের অবকাঠামোতে রেল চলাচলে রয়েছে নানা আঁকাবাঁকা পথ
প্ল্যাটফর্মের সৌন্দর্য মন কাড়বে যে কারওর