Thank you for trying Sticky AMP!!

শিমুলবাগানে এক দিন

সুনামগঞ্জের বিস্তীর্ণ শিমুলবাগান। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
১৬ বছর আগে বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের তখনকার চেয়ারম্যান জয়নাল আবেদীন নিজের জমিতে এই বাগান গড়ে তোলেন। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
গাছ থেকে ঝরে মাটিতে ছড়িয়ে আছে শিমুল ফুল। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুলগাছ। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
এ সময় ভ্রমণপিপাসুরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে এই বাগানে। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
ফোটার অপেক্ষায় শিমুলের কলি। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
রোদে ঝলমল করছে থোকা থোকা শিমুল ফুল। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
এ এলাকায় প্রায় তিন হাজার শিমুলগাছ লাগানো হয়েছিল। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
শিমুল ফুল ছাড়া যেন ঋতুরাজ বসন্ত পরিপূর্ণতা পায় না। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
প্রায় ২ হাজার ৪০০ শতক জমিজুড়ে বিস্তৃত এই বাগান। লাউরের গড়, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন