তৈরি হচ্ছে রেস্তোরাঁ
তৈরি হচ্ছে রেস্তোরাঁ

‘সৌন্দর্য বাড়াতে’ কাটা হচ্ছে গাছ

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। এরই অংশ হিসেবে উদ্যানে রেস্তোরাঁ, হাঁটার পথ ও গাড়ি রাখার স্থান তৈরি করতে গিয়ে কাটা পড়ছে গাছ। আরও কাটার জন্য চিহ্নিত করা হয়েছে অনেকগুলো গাছ। ছবিগুলো আজ বৃহস্পতিবার তুলেছেন সাবিনা ইয়াসমিন।

উদ্যানজুড়ে নানা পাখির বিচরণ
সদ্য কাটা গাছ পড়ে আছে
কয়েকটি সংগঠনের অভিযোগ, এবার অন্তত ১৫০টি গাছ কেটে ফেলা হয়েছে
গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে
উদ্যানের একটি বড় অংশজুড়ে চলছে নির্মাণকাজ
অথচ পার্কের গাছের ছায়ায় এই খেটে খাওয়া মানুষেরা দুদণ্ড বিশ্রাম নেন
তৈরি হচ্ছে রেস্তোরাঁ
কাটার জন্য চিহ্নিত করা হয়েছে আরও অনেক গাছ