Thank you for trying Sticky AMP!!

হাওরের হাঁস

সিলেটের বিভিন্ন এলাকায় অনেকেই হাঁস পালেন। বিশেষ করে হাওরপারে। লাভজনক হওয়ায় হাওরপারে এখন অনেকেই হাঁসের খামার করছেন। বর্ষায় হাওরের পানিতে নেমে ঝাঁক বেঁধে খাবার খায় হাঁস। শুকনো মৌসুমে খাল-বিল-নদীর অল্প পানিতে খাবারের জন্য হাঁসের ঝাঁক নামিয়ে দেন খামারি। সারা দিন খাওয়ানোর পর বিকেলে নিয়ে আসেন খামারে। সঙ্গে আনা খাবার ছিটিয়ে দেন। দল বেঁধে খাবার খাওয়ার জন্য জড়ো হয় হাঁসগুলো। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
অল্প পানিতে নেমে খাবার খাচ্ছে হাঁসগুলো। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
পানিতে খাবার খাচ্ছে হাঁস। তীরে বসে আছেন খামারি। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
এবার পানিতেই খাবার ছিটিয়ে দিচ্ছেন খামারি। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সামনে হাঁসের ঝাঁক। পেছনে নৌকা নিয়ে আসছেন খামারি। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
হাঁস যাতে দলছুট না হয়, এ জন্য নৌকা নিয়ে সঙ্গেই থাকেন খামারি। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
খাওয়া আর সাঁতার কাটা চলছে সমান তালে। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
শৃঙ্খলা মেনে একসঙ্গে ফেরা। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ