তিস্তায় এখন হাঁটুপানি

শীতকালে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এখন কোথাও হাঁটুপানি কোথাও–বা কোমরসমান। অনেক জায়গায় চর জেগে উঠেছে। খরস্রোতা তিস্তা নদী দিয়ে এখন অনায়াসে হেঁটে, ঘোড়া কিংবা মহিষের গাড়িতে চলাচল করা যাচ্ছে। রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবারের ছবির গল্প।

সাইকেল নিয়ে নদী পার হচ্ছেন একজন কৃষক।
সাইকেল নিয়ে নদী পার হচ্ছেন একজন কৃষক।
মাথায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হচ্ছেন এই নারী।
তিস্তা পার হয়ে আলু সংগ্রহ করতে যাচ্ছে দুই শিশু।
সাইকেল নিয়ে নদী পার হচ্ছেন এই ব্যবসায়ী।
চর থেকে খড় নিয়ে বাড়ি ফিরছেন এই নারী।
কাজ শেষে বাড়ি ফিরছেন দুই কৃষক।
মহিষের গাড়িতে আলু বোঝাই করে নদী পার হচ্ছেন কৃষক।
নদীর পানি কমে চর জেগে উঠেছে। সেখানে তাঁবু খাটিয়ে বনভোজনে মেতেছেন একদল মানুষ।