গ্রাফিতিতে অভ্যুত্থান স্মরণ

জুলাই অভ্যুত্থানে প্রতিবাদের অন্যতম ভাষা ছিল গ্রাফিতি। দেয়ালগুলো পরিণত হয় প্রতিবাদ-বিক্ষোভের বিশাল ক্যানভাসে। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন ও রং জ্বলে যাওয়া গ্রাফিতি আবার অঙ্কন করেন। পাশাপাশি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অভ্যুত্থানের স্মরণে আঁকা গ্রাফিতি নিয়ে এবারের ছবির গল্প

‘২৪-এর রঙে গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায়’ গ্রাফিতি আঁকতে মনোযোগী শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
গ্রাফিতি আঁকতে মনোযোগী এক শিক্ষার্থী। আঁকার সময় যেন সন্তানের গরম না লাগে, তাই বাতাস করছেন বাবা। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই
জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার’ আয়োজন করে জেলা প্রশাসন। সরকারি মহিলা কলেজ, চাঁদপুর, ২০ জুলাই।
জুলাই গ্রাফিতিতে জায়গা করে নিয়েছে গুলির মুখে শহীদ আবু সাঈদের হাত প্রসারিত করা ঐতিহাসিক ছবি। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই
গ্রাফিতিতে জুলাই অভ্যুত্থানে হতাহতের চিত্র তুলে ধরার চেষ্টা করেন শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই
জুলাই অভ্যুত্থানের সময় রিকশায় হতাহত বহনের চিত্র গ্রাফিতিতে ফুটিয়ে তুলছেন এক শিক্ষার্থী। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই
৭. গ্রাফিতিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ২০ জুলাই
৮. জুলাই অভ্যুত্থানের পুরোনো গ্রাফিতি নতুন করে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা। জামে মসজিদ সড়ক, বান্দরবান, ২০ জুলাই
৯. শহীদ আবু সাঈদের গ্রাফিতি আঁকছেন এক শিক্ষার্থী। জামে মসজিদ সড়ক, বান্দরবান, ২০ জুলাই
এই দেয়ালে গ্রাফিতি আঁকা ছিল। মুছে ফেলে নতুন করে আবার সেখানে গ্রাফিতি আঁকা হচ্ছে। এনএস রোড, কুষ্টিয়া, ২০ জুলাই