Thank you for trying Sticky AMP!!

গরমে হাঁসফাঁস

গরমে চারদিকে হাঁসফাঁস অবস্থা। বৈশাখের খরতাপে বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা। সারা দেশে তাপমাত্রা বেড়ে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। কোথাও নেই প্রত্যাশিত স্বস্তির বৃষ্টি। বাতাসে আর্দ্রতা, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপপ্রবাহের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে নাকাল অবস্থা। বেশি কাহিল হয়ে পড়েছেন কর্মজীবী মান

সড়কের পাশে থাকা ওয়াসার পাইপ থেকে পানি খাচ্ছেন এক রিকশাচালক।
গরমে নাকাল অবস্থা বৃদ্ধ রিকশাচালকের।
একটু জিরিয়ে শরীরের ঘাম মুছছেন এই রিকশাচালক।
উত্তাপ থেকে বাঁচতে মাথায় দিয়েছেন ছাতি; সঙ্গে রেখেছেন পানি।
ঘামে ভিজে একাকার অবস্থা এই ব্যক্তির।
তৃষ্ণা মেটাতে ভ্রাম্যমাণ দোকান থেকে শরবত খাচ্ছেন মানুষ।
রোদ থেকে বাঁচতে রিকশাচালকের মাথায় হেলমেট। যাত্রী মুখ আড়াল করছেন টিস্যুতে।
অনেকে ব্যবহার করছেন রোদচশমা।
ছাতি মাথায় এক পথচারী।