চলছে প্রাণীদের চিকিৎসা, পড়াশোনা, গবেষণা

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শহরের বুকে সবুজে ঘেরা এক ক্যাম্পাস। সাত একরের এই ক্যাম্পাসে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি প্রাণীর চিকিৎসাও চলে সমানতালে। ক্যাম্পাসে ঢুকলে চোখে পড়ে দূরদূরান্ত থেকে গরু-বাছুর, বিড়াল, কুকুর নিয়ে আসা প্রাণীপ্রেমীদের।

চিকিৎসার জন্য এসেছে বিড়ালটি
চিকিৎসার জন্য এসেছে বিড়ালটি
বিড়ালকে দেওয়া হচ্ছে জ্বরের ইনজেকশন
বেডে রাখা হয়েছে কুকুরটিকে
ছাগলের চিকিৎসা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা
একটি গরুকে চিকিৎসা দিচ্ছেন কয়েকজন শিক্ষার্থী
মাছের বিভিন্ন অংশের গবেষণায় ব্যস্ত শিক্ষার্থীরা
গ্রন্থাগার থেকে নিজের প্রয়োজনীয় বই খুঁজছেন এই শিক্ষার্থী
জাদুঘরে প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানছেন শিক্ষার্থীরা
রয়েছে হাতির বিশাল একটি কঙ্কাল
ক্লাস শেষে বের হচ্ছেন কয়েকজন শিক্ষার্থী