নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ বৃহস্পতিবার এ আয়োজনে বরণ করে নেওয়া হয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। ছিল নৃত্য প্রদর্শনসহ নানা সাংস্কৃতিক আয়োজন। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে এই সংবর্ধনা অনুষ্ঠান।