মা ইলিশ ধরা বন্ধে অভিযান

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকছে। এ নিষেধাজ্ঞা কার্যকরে কাজ করছে প্রশাসন। পদ্মা নদীর কাচিকাটা এলাকায় নৌ পুলিশ কিছু ইলিশসহ কয়েকজন জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় কারেন্ট জাল। এ ছাড়া চাঁদপুরে পদ্মা ও মেঘনায় অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে সটকে পড়েন জেলেরা
পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে সটকে পড়েন জেলেরা
ইলিশ রাখা নৌকায় চলছে তল্লাশি
তল্লাশিতে পাওয়া যায় ইলিশসহ কারেন্ট জাল
=জব্দ করা ইলিশ ও কারেন্ট জাল নিয়ে যাচ্ছে পুলিশ
অভিযানে আটক কয়েকজন জেলে
কারেন্ট জাল জব্দ করছেন সংশ্লিষ্টরা
জব্দ করা কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে নেওয়া হচ্ছে