হেমন্তের হালকা শীতল বাতাসে চারপাশ ভরে উঠেছে ছাতিম ফুলের গন্ধে। সাদা ছোট ছোট ফুলে ছেয়ে গেছে গাছ। দিনভর সৌন্দর্য ছড়ালেও সন্ধ্যা নামলে তীব্র হয় এর সুবাস। চট্টগ্রাম নগরের আসকার দিঘির পাড়েও ফুটেছে এই ফুল ছাতিম। গাছজুড়ে থোকায় থোকায় সাদা ফুলের চারপাশে উড়ে বেড়াচ্ছে মৌমাছি, প্রজাপতি আর ছোট পাখিরা। সেসব নিয়েই এই ছবির গল্প—