পড়ন্ত বিকেলে মোহনীয় কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদে সারা বছরই দেখা মেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের। তবে হেমন্তের শেষ বিকেলের অস্তগামী সূর্যের সোনালি আভায় মোহনীয় হয়ে ওঠে এই হ্রদ। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এ যেন মোক্ষম সময়। এমন সৌন্দর্য উপভোগে হাউস বোট বা যেকোনো ধরনের বোটে কাপ্তাই হ্রদ ঘুরে বেড়ান পর্যটকেরা। কেউ আবার একান্ত নিজের মতো করে উপভোগ করেন মনভোলানো গোধূলিলগ্ন।

হাউস বোটে ঘুরে ঘুরে পর্যটকেরা হ্রদের সৌন্দর্য উপভোগ করেন
হাউস বোটে ঘুরে ঘুরে পর্যটকেরা হ্রদের সৌন্দর্য উপভোগ করেন
বোটে চড়ে কাপ্তাই হ্রদে গোধূলিলগ্ন উপভোগ করছেন পর্যটকেরা
গোধূলিলগ্নে রাঙামাটির আসামবস্তি সেতুতে পর্যটকদের ভিড়
অস্তগামী সূর্যের সোনালি আভায় অপরূপ কাপ্তাই হ্রদ
নানা রঙের ফুলের শোভায় কাপ্তাই হ্রদ
ড্রোন উড়িয়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য ক্যামেরাবন্দীর চেষ্টা
গোধূলিলগ্নে কাপ্তাই হ্রদে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ
কাপ্তাই হ্রদে সূর্যাস্তের মোহনীয় সৌন্দর্য
সূর্য অস্ত যেতেই উঁকি দিচ্ছে চাঁদ