এক বছর আগে গণ-অভ্যুত্থানের সময় রাজধানীসহ দেশের নানা শহরের দেয়ালে ফুটে উঠেছিল ‘গ্রাফিতি’। এক শৈল্পিক প্রতিবাদ। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের কাঁচা হাতের আঁকা ও হৃদয়ের গভীর অভিব্যক্তিময় সেই দেয়ালচিত্রে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ধিক্কার। ছিল অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন। সেই গ্রাফিতিগুলো এখনো আছে। তবে তা অনেকটাই বিবর্ণ, ধুলো পড়া। গত রবি ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রাফিতিগুলোর ছবি তোলা হয়েছে।