পানকৌড়ির ঝাঁক

বৃষ্টিতে খাল–বিলসহ বাড়ির আশপাশে পানি বাড়তে শুরু করেছে। এ সময় দূরদূরান্ত থেকে লোকালয়ে ঝাঁক ধরে পানকৌড়ি আসছে। আকাশে উড়ে জলাশয়ে খাবারের খোঁজে ঘুরছে দিগ্‌বিদিক। রংপুর সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় আকাশে একঝাঁক পানকৌড়ির ওড়াউড়ির ছবি নিয়ে ছবির গল্প–

সবুজ খেত থেকে একঝাঁক পানকৌড়ি উড়ে যাচ্ছে আকাশে।
সবুজ খেত থেকে একঝাঁক পানকৌড়ি উড়ে যাচ্ছে আকাশে।
লোকালয়ের আকাশে উড়ছে পানকৌড়ির দল।
কখনো ডানা মেলে বাতাসে ভেসে বেড়াচ্ছে পানকৌড়ির ঝাঁক।
পানকৌড়ির ঝাঁকে ঢুকেছে একটি চিল।
কখনো ছুটছে দ্রুতবেগে।
কখনো পানকৌড়ির দলকে একটি মাছের আদলে দেখা যায়।
মুহূর্তেই পানকৌড়ি আলাদা হয়ে যায়।
একটি গাছের দিকে ছুটছে এরা।
দূরে কোথাও হারিয়ে যায় পানকৌড়ির ঝাঁক।