ভুট্টাখেতে মুনিয়া পাখি

ছোট্ট পাখি মুনিয়া। খুব চঞ্চল প্রকৃতির পাখিটি ঝাঁক বেঁধে উড়তে-ঘুরতে পছন্দ করে। খাবারের সন্ধানে ঝাঁক বেঁধে খেতে-মাঠে ঘুরে বেড়ায়। ঘাসের বীজ, কাউন, ধান এবং বীজজাতীয় খাবার মুনিয়ার খুবই পছন্দের। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের একটি ভুট্টাখেতে খাবার খাচ্ছে একঝাঁক মুনিয়া। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে কখনো ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। ভুট্টাখেতে মুনিয়ার ওড়াউড়ি ও খাবার খাওয়ার ছবি দিয়ে সাজানো আজকের ছবির গল্প।

ঝাঁক বেঁধে ঘুরতে পছন্দ করে মুনিয়া পাখি
ঝাঁক বেঁধে ঘুরতে পছন্দ করে মুনিয়া পাখি
একটু জিরিয়ে নেওয়া
ভুট্টাগাছের ওপর বসে থাকা
খুব হালকা ওজনের হওয়ায় মুনিয়া অনায়াসে ভুট্টা ফুলের মাথায় বসতে পারে
ভুট্টা পাতার ওপর বসে আছে একটি মুনিয়া
সব সময় উড়ে যেতে প্রস্তুত