দইয়ের ঘ্রাণে মাতোয়ারা ঐতিহ্যবাহী মেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরস্বতীপূজা উপলক্ষে ২৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দইমেলা জমে উঠেছে। উপজেলা সদরের তাড়াশ মাঠ জমজমাট সাজ সাজ রব আর পদচারণে। মেলায় আনা হয়েছে দইয়ের বিপুলসংখ্যক হাঁড়ি, সঙ্গে রয়েছে চিড়া ও মুড়িমুড়কির দোকান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আশপাশের উপজেলার ক্রেতা-বিক্রেতারাও মেলায় ছুটে আসছেন। ঐতিহ্যবাহী দইমেলা নিয়ে এবারের ছবির গল্প।

মেলায় বিক্রির জন্য আনা হয়েছে দইয়ের বিপুলসংখ্যক হাঁড়ি
মেলায় বিক্রির জন্য আনা হয়েছে দইয়ের বিপুলসংখ্যক হাঁড়ি
সরস্বতীপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দইমেলায় আগত ক্রেতা-বিক্রেতারা
ছোট-বড় সব বয়সী মানুষ পছন্দের দই বাছাই করছেন
মেলায় দইয়ের পাশাপাশি আছে চিড়া ও মুড়িমুড়কির দোকান
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আশপাশের উপজেলার ক্রেতা-বিক্রেতারাও মেলায় ছুটে এসেছেন
কেনার জন্য দই দেখছেন ক্রেতারা  
দই কিনছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য
মেলা ঘিরে উপজেলা সদরের তাড়াশ মাঠে সাজ সাজ রব পড়েছে
মেলা থেকে দই কিনে বাড়ি ফিরছেন তাঁরা