গরমে বেড়েছে ফ্যান বিক্রি

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই গরম থেকে স্বস্তি পেতে ফ্যান কিনতে দোকানে ভিড় করছেন লোকজন। পছন্দের ফ্যান কিনছেন তাঁরা। ফ্যানের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। মান অনুসারে একেকটি ফ্যান বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। গরমে ফ্যান বিক্রি নিয়ে এবারের ছবির গল্প।

দোকানে রাখা হয়েছে নানা ধরনের ফ্যান
দোকানে রাখা হয়েছে নানা ধরনের ফ্যান
পছন্দের ফ্যান দেখছেন ক্রেতারা
নতুন ফ্যান সেট করছেন একজন কর্মী
রয়েছে ছোট–বড় বিভিন্ন ধরনের ফ্যান
কারখানা থেকে আনা ফ্যান নামানো হচ্ছে
ক্রেতাদের ফ্যান দেখাচ্ছেন দোকানি
ধরনভেদে ফ্যানের সুবিধা সম্পর্কে ক্রেতাকে ধারণা দিচ্ছেন বিক্রেতা
ফ্যান কিনে ফিরছেন ক্রেতা
একদিকে দোকানে আসছে নতুন ফ্যান, অন্যদিকে ফ্যান কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতা