পণ্য কিনতে টিসিবির ট্রাকে ভিড়

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল রোববার আবার মাসব্যাপী এ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। রাজধানীর মিরপুর রোডের কল্যাণপুর ও টেকনিক্যাল মোড় এলাকা থেকে গতকাল ছবিগুলো তোলা—

পণ্য শেষ হয়ে যাওয়ার খবরে ক্রেতারা টাকা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন। টেকনিক্যাল মোড়, ঢাকা
পণ্য শেষ হয়ে যাওয়ার খবরে ক্রেতারা টাকা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন। টেকনিক্যাল মোড়, ঢাকা
পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন মানুষ। টেকনিক্যাল মোড়, ঢাকা
ট্রাকের সামনে নারী ও পুরুষের আলাদা সারিতে অপেক্ষা। কল্যাণপুর, ঢাকা
টিসিবির ট্রাক থেকে পণ্য কিনছেন সাধারণ মানুষ। কল্যাণপুর, ঢাকা
ভিড় ঠেলে পণ্য নিচ্ছেন নারীরা। কল্যাণপুর, ঢাকা