মোহনা, হোয়াইট অ্যাভালেঞ্চ গোলাপ

সিলেট নগরের লালাদীঘিরপাড় এলাকার বাসিন্দা আওয়াংলৈ সিনহা। নিজের বাসভবনে তৈরি করেছেন ছাদবাগান। মূলত গাছের প্রতি ভালোবাসা আর শখ থেকেই দোতলা বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। বাগানজুড়ে রয়েছে নানা জাতের ফুল, ফল ও সবজিগাছ। বিভিন্ন গাছের পাশাপাশি ছাদবাগানে রয়েছে হরেক প্রজাতির গোলাপ ফুল। স্থানীয় অনেকেই দেখতে আসেন সিনহার ছাদবাগান। ছবিতে দেখে নিন বাগানের গোলাপ ও অন্য ফুল।

ছাদবাগানে হরেক ফুল
ছাদবাগানে হরেক ফুল
প্রতিটি গোলাপের রয়েছে ভিন্ন ভিন্ন রূপ
শখের ছাদবাগানে সময় কাটে আওয়াংলৈ সিনহার
রয়েছে বিভিন্ন প্রজাতির বনসাই
ছাদবাগানে ফুটেছে চন্দ্রমল্লিকা
আছে পানের গাছ
সকালে-বিকেলে অনেকেই বাগানে ছবি তোলেন
হলুদ এই গোলাপের নাম ‘মোহনা’
‘হোয়াইট অ্যাভালেঞ্চ’ গোলাপ
‘ডাবল ডিলাইট’ গোলাপের সৌন্দর্য
ফুটে আছে ‘লেডিবার্ড গোলাপ’