এসেছে পরিযায়ী পাতিসরালি

গ্রামের বিলগুলোতে শীতকালে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। নভেম্বরের শুরু থেকেই পাখি আসতে শুরু করে। এ সময়টায় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে বিল ও এর আশপাশ এলাকা। বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া বিল ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের বগাদহ বিল থেকে পাতিসরালির ঝাঁকের ছবিগুলো সম্প্রতি তোলা—

বিলের পানিতে পাতিসরালির ঝাঁক, রয়েছে বকপাখিও
বিলের পানিতে পাতিসরালির ঝাঁক, রয়েছে বকপাখিও
উড়াল দিয়েছে একঝাঁক পাতিসরালি
ডানা মেলে উড়ছে পাতিসরালি
আবারও উড়ে এসে বসছে পাতিসরালি পাখি
কলাগাছের ওপর দিয়ে উড়ছে পাতিসরালির ঝাঁক
জলার ধারে ঘাসের ওপর পাতিসরালি বসে আছে
ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে পাতিসরালি