টরটরির অপর নাম টমটম। শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয় এই খেলনা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামে ব্যাপকভাবে তৈরি হয় এই খেলনা। আর এখান থেকেই গ্রামবাংলার মেলায় চলে যায় এই টমটম। প্রতিটি টমটম গাড়ি তৈরিতে খরচ হয় ছয় থেকে আট টাকা। আর পাইকারি বাজারে বিক্রি হয় ১০ থেকে ১২ টাকায়। তবে মেলায় খুচরায় প্রতিটি টমটম গাড়ি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। খোলাস গ্রামের শতাধিক পরিবার এই খেলনা তৈরির সঙ্গে জড়িত।
