জাকসুর প্রার্থীদের প্রচারে মুখর ক্যাম্পাস

১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এখন আড্ডার বিষয় হয়ে উঠেছে জাকসু ভোট ঘিরে নানা আলোচনা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাইছেন। ছবিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তোলা।

স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্রচারণা। মুরাদ চত্বর এলাকায়।
স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্রচারণা। মুরাদ চত্বর এলাকায়।
সংশপ্তক পর্ষদের প্রচারণা। মুরাদ চত্বর এলাকায়।
ছাত্রদলের নির্বাচনী গণসংযোগ। ক্যাম্পাসের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে।
ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রচারণা। সমাজবিজ্ঞান অনুষদে।
সড়কে সাইকেল থামিয়ে বিলি করা হচ্ছে নির্বাচনী প্রচারপত্র। ফার্মেসি বিভাগের সামনে।
বাগছাস–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রচারণা। ফার্মেসি বিভাগ এলাকায়।
বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারপত্র হাতে জমে উঠেছে চায়ের আড্ডা। মুরাদ চত্বরে।
ট্রান্সপোর্ট এলাকায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করার আগে বাসের ভেতরে চলছে প্রচারণা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে সংস্কারকাজ চলছে।
প্রার্থীদের প্রচারপত্র ঘাসের ওপর সাজিয়ে বসেছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০তম আবর্তনের শিক্ষার্থী বোরহান রব্বানী। শহীদ মিনার চত্বর এলাকায়।