শীতের সকাল। প্রকৃতি ঘন কুয়াশার চাদরে মোড়ানো। এর মধ্যে বিস্তীর্ণ শর্ষেখেতে ফুল যেন হলুদ গালিচা বিছিয়ে রেখেছে। শর্ষে ফুলের সৌন্দর্যে চোখ জুড়ায়। সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামে থেকে ছবিগুলো তোলা—
সবে ভোর হয়েছে। কুয়াশায় ঢেকে আছে। চারপাশে কুয়াশা। এর মধ্যে শর্ষেখেতের ভেতর দিয়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি
বিজ্ঞাপন
শর্ষেখেতের মাঝে বাঁশের খুঁটিতে বসে আছে একটি পাখি
বিজ্ঞাপন
শর্ষে ফুল দেখতে এসে বাবল (বুদ্বুদ) নিয়ে আনন্দে মেতেছে দুই শিশুহলুদ শর্ষে ফুলে ছেয়ে আছে চারপাশ। দেখতে এসে সেলফিতে মুহূর্ত ধরে রাখছেন দুই নারীচারদিকে হলুদ শর্ষে ফুলের সমাহার। ঘুরতে এসে ছবি না তুললে কি হয়শর্ষে ফুলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পাখি শর্ষেখেতের মধ্য দিয়ে ছাগল চরাতে যাচ্ছে এক শিশু মাঝখানে মেঠো পথ, দুধারে বিস্তীর্ণ শর্ষেখেত। অদূরে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি বটগাছ। এমন দৃশ্য ক্যামেরাবন্দী করছেন এক যুগলপাঁচ বিঘা জমিতে শর্ষের আবাদ করেছেন নিজাম শেখ। ফলন ভালো হওয়ায় খুশির ঝিলিক তাঁর চোখেমুখেদূরদূরান্ত থেকে মোটরসাইকেলে চেপে অনেকেই আসেন শর্ষে ফুলের সৌন্দর্য দেখতে