যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল, যেন সবুজের সমারোহ। সেখানে চাষ করা হয়েছে মাসকলাই। খরাসহিষ্ণু এই ডাল বর্ষা ও শীত মৌসুমের ফসল। বারি মাস-১, বারি মাস-২, বারি মাস-৩, বিনা মাস-১ ইত্যাদি খারিফ মৌসুমে চাষ উপযোগী। জাতভেদে খরিফ-১ ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি, খরিফ-২ আগস্টের শেষার্ধে বপন করা যায়। যমুনা নদীর চরাঞ্চলের চরবাটিয়া, ময়ূরের চর, তিতপরল, বেনিপুর ও শালুখা চর ঘুরে তোলা কয়েকটি ছবি নিয়ে সাজানো গল্প
