গ্রাম-গঞ্জে, শহর-বন্দরেও পাটির চাহিদা রয়েছে। গ্রামবাংলার নারীরা উঠানে বসে হাতে পাটি বানান। আবার এখন বানানো হয় প্লাস্টিকের পাটি। বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনি গ্রামে হাতে ও যন্ত্রে পাটি বানানো হয়। দেখে নিন ছবির গল্পে।
সোয়েল রানা বগুড়া
বাড়ির উঠানে বসে পাটি বানাচ্ছেন দুই নারী
বিজ্ঞাপন
পাটির অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা হচ্ছে
বিজ্ঞাপন
হাতে তৈরি পাটি সেলাই করা হচ্ছে কারখানায় যন্ত্রে বানানো হয় প্লাস্টিকের পাটি নরম হওয়ায় চাহিদা বেড়েছে প্লাস্টিকের পাটির মেশিনে বের হওয়া প্লাস্টিকের পাটি নির্দিষ্ট মাপে কেটে নিচ্ছেন এক শ্রমিক কেটে নেওয়া পাটি সাজিয়ে রাখছেন এক শ্রমিক অপ্রয়োজনীয় অংশ কেটে পাটি ব্যবহারের উপযোগী করা হচ্ছে পাটিতে বাহারি নকশা প্লাস্টিকের পাটি