পশুপাখির উৎপাত থেকে ফসল বাঁচাতে খেতে কাকতাড়ুয়া রাখেন কৃষকেরা। বাঁশ, বেত ও খড় দিয়ে মানুষের শরীরের আদলে বানানো হয় একেকটি কাকতাড়ুয়া। এরপর পুরোনো পোশাক পরিয়ে নানা ঢঙে সাজিয়ে তা খেতে রাখা হয়। নীরব প্রহরী হয়ে খেত পাহারা দেয় কাকতাড়ুয়া। সিলেটের উমাইরগাঁও, শিবেরবাজার ও বাদাঘাট এলাকা থেকে ছবিগুলো তোলা।