সড়কে ও আশপাশে এলোমেলো করে রাখা হয়েছে সারি সারি গাড়ি। কোথাও দুই বা এর বেশি গাড়ির ফাঁক গলে চলতে হচ্ছে পথচারীদের। কোথাওবা দুটি গাড়ির মাঝে সরু জায়গা দিয়ে চালিয়ে নিতে হচ্ছে মোটরসাইকেল। একটু অসতর্ক হলে ঘটতে পারে দুর্ঘটনা। চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর মোড় এলাকায় থেকে সম্প্রতি ছবিগুলো তোলা: