বাঁশ দিয়ে তৈরি হচ্ছে কাপ, মগ

বান্দরবানের লাইমি পাড়া ও ফারুক পাড়া গ্রামের কারিগরেরা বাঁশ দিয়ে তৈরি করছেন নান্দনিক সব শিল্পকর্ম। তাঁদের হাতের ছোঁয়ায় বাঁশ রূপ নিচ্ছে চায়ের কাপ, কফির মগ, মোবাইল ফোন স্ট্যান্ড, ট্রে, কলমদানি, ফুলদানি, পানির বোতল ও ঘর সাজানোর নানা তৈজসপত্রে। প্রতিটি পণ্যে ফুটে উঠছে স্থানীয় কারিগরদের সৃজনশীলতা ও শিল্পদর্শন। স্থানীয় বাজার ও পর্যটনকেন্দ্রের দোকানগুলোতে এসব পণ্য পাইকারি দামে সরবরাহ করছেন তাঁরা।

বাগান থেকে বাছাই করে নিয়ে আসা হয় বাঁশ। সেই বাঁশ দিয়েই তৈরি হবে বিভিন্ন পণ্য
বাগান থেকে বাছাই করে নিয়ে আসা হয় বাঁশ। সেই বাঁশ দিয়েই তৈরি হবে বিভিন্ন পণ্য
পণ্য তৈরির জন্য নির্দিষ্ট আকার অনুযায়ী বাঁশ কাটা হচ্ছে
বাঁশের গায়ের ছাল ছাড়াতে ব্যস্ত এক কারিগর
বাঁশ দিয়ে মগ তৈরি করছেন একজন
বাঁশের গায়ে ছিদ্র করতে মাপ নেওয়া হচ্ছে
যন্ত্রের সাহায্যে বাঁশের বোতল মসৃণ করছেন এক কারিগর
ঘষে মসৃণ করার পর ঝুড়িতে রাখা চায়ের কাপ
বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন আকারের চা ও কফির মগ
প্রস্তুতকৃত পণ্যগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে