বান্দরবানের লাইমি পাড়া ও ফারুক পাড়া গ্রামের কারিগরেরা বাঁশ দিয়ে তৈরি করছেন নান্দনিক সব শিল্পকর্ম। তাঁদের হাতের ছোঁয়ায় বাঁশ রূপ নিচ্ছে চায়ের কাপ, কফির মগ, মোবাইল ফোন স্ট্যান্ড, ট্রে, কলমদানি, ফুলদানি, পানির বোতল ও ঘর সাজানোর নানা তৈজসপত্রে। প্রতিটি পণ্যে ফুটে উঠছে স্থানীয় কারিগরদের সৃজনশীলতা ও শিল্পদর্শন। স্থানীয় বাজার ও পর্যটনকেন্দ্রের দোকানগুলোতে এসব পণ্য পাইকারি দামে সরবরাহ করছেন তাঁরা।