নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ঝুঁকিতে যাত্রীরা

সিলেটের বিমানবন্দর সড়কে নিয়ম ভেঙে দেদারে চলছে ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা। শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য যাত্রীর নিত্যদিনের বাহন হয়ে উঠেছে এসব ইজিবাইক। তবে ব্যস্ত সড়কে ইজিবাইকে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ। এ বাহনের নিয়ন্ত্রণহীন চলাচল সেই ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। ছবিগুলো সম্প্রতি তোলা।

প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইজিবাইক।
প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইজিবাইক।
ঝুঁকি নিয়ে ইজিবাইকে চেপে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
আঁকাবাঁকা ব্যস্ত সড়কে ইজিবাইকের দাপট।
শিক্ষার্থী নিয়ে ছুটে চলেছে একটি ইজিবাইক।
বাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক—এক সড়কে চলছে সবই।
এমন আঁকাবাঁকা সড়কে ঝুঁকি নিয়েই চলে ইজিবাইক।
ব্যস্ত সড়কে হুট করে ইউটার্ন নিচ্ছেন একজন ইজিবাইকচালক।
ইজিবাইক থেকে নেমে আসছে দুজন শিক্ষার্থী।