জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা–কর্মী নিহতের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি দিয়েছিল বিএনপি। সন্ধ্যা সাতটা থেকে তাদের ওই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার ঘণ্টাখানেক আগে থেকে ওই এলাকা দখল করে রাখেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এর মধ্যেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির নেতা–কর্মীরা মোমবাতি হাতে নিয়ে দাঁড়ান। একপর্যায়ে মিছিল নিয়ে তাঁদের ওপর হামলা করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। হামলার মুখে বিএনপির নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কর্মীদের দখলে চলে যায়।
