ঝলমল সাজে বিপণিবিতান

ঈদের কেনাকাটা উপলক্ষে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সিলেটের বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা করেছেন সেখানকার ব্যবসায়ীরা। সন্ধ্যা নামতেই বিপণিবিতানগুলোর আলোর ঝলকানিতে রঙিন হচ্ছে চারপাশ। দেখে মনে হবে যেন কোনো বিয়েবাড়ির আলোকসজ্জা! রংবেরঙের সাজসজ্জায় সড়কগুলো উজ্জ্বল রূপ ধারণ করেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিলেটের প্রতিটি এলাকার আলোঝলমল বিপণিবিতানগুলোতে ঈদের আমেজ বইছে। রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ঝলমল সাজে

রঙিন সাজে বিপণিবিতান ও সড়ক
রঙিন সাজে বিপণিবিতান ও সড়ক
আলোঝলমলে বিপণিবিতান
প্রতিটি বিপণিবিতান সাজানো হয়েছে
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে প্রতিবছর আলোকসজ্জা করেন ব্যবসায়ীরা
বিপণিবিতানে আলোকসজ্জা করে চলছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা
ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপণিবিতানের সামনে তোরণ
প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো বিপণিবিতান
এসব বিপণিবিতানে ছুটে আসছেন ক্রেতারা