সারা দেশে সরস্বতীপূজা উদ্‌যাপন

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও পাড়ামহল্লার পূজামণ্ডপে। সনাতন ধর্মাবলম্বীদের এই পূজা উৎসবের আমেজেই উদ্‌যাপিত হয়েছে আজ শুক্রবার। ধর্মীয় বিশ্বাস থেকে জ্ঞান, প্রজ্ঞা ও আশীর্বাদ লাভের আশায় বীণাপাণির চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষার্থীসহ সব বয়সী। উৎসবে দিনভর চলে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বছর ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের নিজস্ব মণ্ডপে উদ্‌যাপিত হয় সরস্বতীপূজা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
পূজা শেষে ভক্তদের হাতে বেলপাতা ও ফুল তুলে দিচ্ছেন এক নারী শিক্ষার্থী। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
পূজা উপলক্ষে আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীরা। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
বিদ্যার দেবীকে করজোড়ে প্রণাম। চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
নিরাপদ জলের বার্তা নিয়ে এবারের পূজার আয়োজন করে চট্টগ্রামের উত্তর কাট্টলী কেসমার্ক সংঘ। তাদের মণ্ডপের প্রতিপাদ্য ছিল ‘অমৃতধারা’। উত্তর কাট্টলী, চট্টগ্রাম
পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদনে শিক্ষার্থীরা। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর
বিদ্যাদেবীর আশীর্বাদ কামনায় হাত উঁচিয়ে ভক্ত। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা
পূজা শেষে দেবীর চরণে ভক্তিভরে অঞ্জলি নিবেদন। সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
বিদ্যাদেবীর অঞ্জলিতে প্রার্থনারত শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা