বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও পাড়ামহল্লার পূজামণ্ডপে। সনাতন ধর্মাবলম্বীদের এই পূজা উৎসবের আমেজেই উদ্যাপিত হয়েছে আজ শুক্রবার। ধর্মীয় বিশ্বাস থেকে জ্ঞান, প্রজ্ঞা ও আশীর্বাদ লাভের আশায় বীণাপাণির চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষার্থীসহ সব বয়সী। উৎসবে দিনভর চলে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
