ভোরের আলো ফোটার আগেই শঙ্খ নদের বুকচিরে নৌকায় করে সবজি পৌঁছায় দোহাজারী রেলস্টেশন বাজারে। মাঠ থেকে তোলা টাটকা সবজি নদীপথে এসে জমে এই তীরঘেঁষা বাজারে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই নদের তীর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে নদী, নৌকা আর সবজিকে ঘিরে প্রতিদিনের এই ব্যস্ত জীবনের গল্প নিয়েই এ ছবির গল্প।