পাহাড় আর মেঘের মিতালির রূপ নিয়ে আছে বান্দরবানের থানচি উপজেলা। সারা দিন মেঘের সঙ্গে পাহাড় এখানে খেলা করে। শরতের এই সময়ে কখনো প্রচণ্ড গরম, কখনো বৃষ্টি। বৃষ্টির পরে আবার মেঘের খেলা। দূরের পাহাড়গুলো সাদা মেঘের ভিড়ে হারিয়ে যায়।
ছবি:মংহাইসিং মারমা
পাহাড় ও মেঘের মিতালি।
বিজ্ঞাপন
মেঘের চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়।
বিজ্ঞাপন
পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের খেলা।পাহাড়ের বুক চিড়ে ভেসে উঠেছে মেঘ।সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের ছোটাছুটি।পড়ন্ত বিকেলে মেঘের ওপরে জমেছে মেঘ।নদী আর মেঘের স্নিগ্ধতায় আচ্ছন্ন তিন্দু পাহাড়।পাহাড়ে আদিবাসীদের জুমঘর।মিয়ানমারের মংডু নামের পাহাড়টি দেখা যায় দূর থেকে।সবুজের মাঝখানে এক টুকরা জুমখেত।