বগুড়া জেলা সদর থানার মন্ডলধরন, জয় বাংলা হাট, গাবতলী থানার মধ্যকাতুলী, চককাতুলী, পাঁচকাতুলী ও তেঁতুলগাছি এলাকায় প্রচুর গাজরের আবাদ হয়েছে। এসব এলাকার গাজর তুলে ধোয়ার কাজে কৃষকেরা যন্ত্রের ব্যবহার শুরু করেছেন। দুই বছর আগে মাঠ থেকে গাজর তুলে পা দিয়ে মাড়িয়ে গাজরের গায়ের মাটি ছাড়ানো হতো। এখন সেখানে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। এতে স্বল্প সময়ে অধিক গাজর ধুয়ে বাজারজাত করতে পারছেন কৃষকেরা।
