তৃষ্ণা মেটাতে কাকের যত চেষ্টা

টানা তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি পশুপাখিরও হাঁসফাঁস অবস্থা। গরমে টিকতে না পেরে পানি পান করতে আসে একটি কাক। পানির কলের ফোঁটা ফোঁটা পানিতে তৃষ্ণা মেটানোর চেষ্টা করে কাকটি। পাশাপাশি কল থেকে পড়ে নিচে জমা পানিতেও চলে তৃষ্ণা মেটানোর চেষ্টা। এ চেষ্টা চলে প্রায় আধা ঘণ্টা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে কাকের তৃষ্ণা মেটানোর চেষ্টা ধরা পড়ে ক্যামেরায়:

পানির কল থেকে পড়া ফোঁটা ফোঁটা পানি নিচে জমেছে। সেখানে পানি পানের জন্য এসেছে কাকটি
পানির কল থেকে পড়া ফোঁটা ফোঁটা পানি নিচে জমেছে। সেখানে পানি পানের জন্য এসেছে কাকটি
ঠোঁট চুবিয়ে পানি পানের চেষ্টা
একপর্যায়ে পানির কলের ওপর গিয়ে বসে কাকটি
ঠোঁট ঘুরিয়ে কলের পানি পানের চেষ্টা
পানির ফোঁটা মুখে নিচ্ছে কাকটি
মুখে নেওয়া পানির কিছুটা আবার ফেলে দিচ্ছে
আবার পানি পানের চেষ্টায় কাকটি