সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। মশার উৎপাত কমাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ডেঙ্গু কমাতে নিয়মিত এ রকম মশার ওষুধ ছিটানো দরকার।
সৌরভ দাশচট্টগ্রাম
পলিথিনে জমে থাকা পানিতে ছিটানো হচ্ছে ওষুধ
বিজ্ঞাপন
ধোঁয়া দিয়ে মারা হয় উড়ন্ত মশা
বিজ্ঞাপন
ধোঁয়ার মধ্যে নাক চেপে যাচ্ছেন একজন গাড়ির নিচে ছিটানো হচ্ছে ওষুধফগার মেশিনের ধোঁয়ার কারণে নাক চেপে চলাচল করতে হয় পথচারীদেরএভাবে ছিটানো হয় কিছু ওষুধ প্রস্তুতির সময় হঠাৎ আগুনও জ্বলে উঠেছে ফগার মেশিনেনালার ভেতরে দেওয়া হচ্ছে ধোঁয়া কেউ কেউ মাস্ক ছাড়াই ওষুধ ছিটান। এ নিয়ে আরও সচেতনতা দরকার