এত ফুল, এত রং, এত গন্ধ

ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’—এ স্লোগানে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল প্রদর্শিত হচ্ছে। নানা ফুলের সৌন্দর্য ও সুবাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। এই ফুল উৎসব নিয়ে আজকের ছবির গল্প।

ফুলসহ গাছ দিয়ে ‘ডিসি পার্ক’ লেখা হয়েছে
ফুলসহ গাছ দিয়ে ‘ডিসি পার্ক’ লেখা হয়েছে
বিভিন্ন নকশা করে রাখা হয়েছে ফুলসহ গাছ
উৎসবে ১৪০ প্রজাতির ফুল আছে
উৎসবস্থল সাজাতে হরেক রকমের ছাতা ব্যবহার করা হয়েছে
উৎসবে নানা দুর্লভ ফুলও রয়েছে
পার্কে এসে ছবি তুলছেন নবদম্পতি
ফুল দিয়ে ‘লাভ’ আকৃতি বানানোর স্থানে ছবি তোলা চলছে
ডিসি পার্কের জলাশয়ে কায়াকিং করছেন দর্শনার্থীরা
নানা প্রজাতির ফুল দর্শনার্থীদের আকৃষ্ট করছে
পাখির আদলে বানানো কাঠামোয় ফুলগাছ
জলাশয়ে আছে কৃত্রিম ঝরনা
ডিসি পার্কে আছে মেরিগো রাইড
উৎসবে এসে দর্শনার্থীরা ফুল দেখছেন, ছবি তুলছেন
ফুল উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়