ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’—এ স্লোগানে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল প্রদর্শিত হচ্ছে। নানা ফুলের সৌন্দর্য ও সুবাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। এই ফুল উৎসব নিয়ে আজকের ছবির গল্প।