কনকনে শীতেও থেমে নেই জনজীবন

বেলা গড়ালেও সূর্যের দেখা নেই চট্টগ্রাম নগরে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত। হিমেল বাতাসে জবুথবু জনজীবন। তবু জীবন থেমে থাকার নয়। শীতের কাপড় পরে বাইরে বের হয়ে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় কর্ণফুলী নদীতে নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে। শীতের জনজীবন নিয়ে এবারের ছবির গল্প:

শীতের কাপড় পরে বের হয়ে পড়েছে মানুষ
 শীতের কাপড় পরে বের হয়ে পড়েছে মানুষ
নগরেও ঘন কুয়াশা, জেঁকে বসেছে শীত
শীতে জবুথবু এক ব্যক্তি সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন
কর্ণফুলী নদীতে নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে
শীতের কাপড় জড়িয়ে পণ্যবাহী গাড়ির ওপর বসে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি
কনকনে শীতের মধ্যেও কর্মজীবী মানুষদের ছুটে চলা
শীতে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশুদের
শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজে বের হয়েছে একটি পরিবার