বড়াল বিদ্যানিকেতন যেন আনন্দকানন

ইট-পাথর-ইস্পাতের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও মাটি। শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে, তার জন্য চারপাশটা রাখা হয়েছে সবুজ আর ছায়া। এমন একটি স্থাপত্য নকশার জন্য গত সপ্তাহে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের দুটি পুরস্কার জিতেছে পাবনার চাটমোহরের বড়াল বিদ্যানিকেতন। স্কুলটির স্থপতি ইকবাল হাবিব।

স্থাপত্যশৈলীতে নজরকাড়া বিদ্যালয়টি।
স্থাপত্যশৈলীতে নজরকাড়া বিদ্যালয়টি।
জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন।
খেলার ছলে পড়ানো হয় প্রাথমিকের শিশুদের।
পড়াশোনার পাশাপাশি গান শেখানো হয় বিদ্যালয়ে।
শ্রেণিকক্ষের নকশা এমনভাবে তৈরি যে রোদ-বৃষ্টি এসে পড়ে সেখানে।
ছোট থেকেই কম্পিউটার শিখছে শিক্ষার্থীরা।
স্কুলের সবচেয়ে আকর্ষণীয় এই মাটির তৈরি লাইব্রেরি ঘর, যা সব ঋতুতেই নাতিশীতোষ্ণ।
পড়াশোনার পাশাপাশি নৃত্যচর্চাও হয় বিদ্যালয়ে।
সারিবদ্ধভাবে নামছে খুদে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
স্কুল শেষে বাড়ি ফিরছে শিশুরা।