রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় তারেক রহমানের সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এরই মধ্যে দেশজুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও বগুড়া সফর করছেন। বিভিন্ন স্থানে জনসভা ও পথসভায় আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। রাজশাহী ও বগুড়ায় তারেক রহমানের সফর নিয়ে ছবির গল্প।

রাজশাহীতে নির্বাচনী জনসভায় আসা সমর্থকদের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশে তাঁর স্ত্রী জুবাইদা রহমান। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান। সকাল থেকেই ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের সমাবেশস্থল নেতা-কর্মীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। রাজশাহী, নওগাঁ হয়ে রাতে তাঁর বগুড়ায় সমাবেশে যোগ দেওয়ার কথা। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ২৯ জানুয়ারি
বগুড়ায় তারেক রহমানের রাত্রিযাপন উপলক্ষে নাজ গার্ডেন প্রস্তুত করা হচ্ছে। নাজ গার্ডেন, বগুড়া, ২৯ জানুয়ারি
সন্ধ্যায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা তিনটার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। এটিএম মাঠ, নওগাঁ, ২৯ জানুয়ারি
রাজশাহীতে নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা-কর্মীরা। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
রাজশাহীতে নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা-কর্মীরা। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
রাজশাহীতে নির্বাচনী জনসভায় রাজশাহী অঞ্চলের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি